ফুলবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম বাবুর ব্যাপক গণসংযোগ
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আসন্ন দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী মোঃ শফিকুল ইসলাম বাবু’র তালা মার্কার ব্যাপক গণসংযোগ অব্যাহত রয়েছে। আগামী ১৭ই অক্টোবর দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে জেলা পরিষদ এর নির্বাচনের মাঠ ততই গরম হচ্ছে।
ফুলবাড়ী পৌরসভা ও উপজেলা সাতটি ইউনিয়নে আসন্ন জেলা পরিষদ ২০২২ ইং নির্বাচনে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে এলাকার উন্নয়নের দিক নির্দেশনা দিয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করার জন্য ও ভোটারদের কাছে দোয়া কামনা এবং একটি করে ভোট চাচ্ছেন তালা মার্কার প্রার্থী শফিকুল ইসলাম বাবু।
আরও পড়ুন…বামনায় অধ্যক্ষ মহসিন কবীরকে লাঞ্ছিতর প্রতিবাদে মানববন্ধন
ভোটাররা বলছেন এবারের ভোট অতিমুল্যবান যোগ্য ব্যক্তিকেই ভোট দিলে এলাকার উন্নয়ন হবে এমন প্রার্থীকে তারা বেছে নিয়েছেন। শফিকুল ইসলাম বাবু একজন যোগ্য ব্যক্তি, সৎ ও নিষ্ঠাবান। তাকেই ভোট দিলে এলাকার ব্যাপক উন্নয়ন শাধিত হবে।
তিনি বলছেন দল মত নির্বিশেষে আমাকে ভোট প্রদান করে নির্বাচিত করলে ফুলবাড়ী উপজেলার অসমাপ্ত উন্নয়নমুলক কাজ গুলি সমাপ্ত করব। মোঃ শফিকুল ইসলাম বাবু গত ২৬শে সেপ্টেম্বর দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে দাড়িয়ে লটারীর মাধ্যমে তালা প্রতীক পাওয়ার পর প্রতিটি এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন।
ফুলবাড়ী পৌরসভা, উপজেলা পরিষদ ও সাতটি ইউনিয়নে জেলা পরিষদের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১০৭টি। ভোটাররা তাদের মূল্যবান ভোট আগামী ১৭ই অক্টোবর নির্বাচনের মাধ্যমে ভোট প্রদান করে যোগ্য ব্যক্তি নির্বাচিত করবেন। এ নিয়ে প্রার্থীরা এলাকায় তাদের নিজ নিজ ব্যানার ফেস্টুন মার্কাসহ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ইবাংলা/জেএন/২৭ সেপ্টেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.