ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভিযোগ প্রতিকার ও ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) আইন বিভাগের সভা কক্ষে এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অভিযোগ প্রতিকার ও ব্যবস্থাপনা বিষয়ক কমিটি।
আরও পড়ুন…ফুলবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আবু শহীদ এর ব্যাপক গণসংযোগ
আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্ব আলোচনা সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জহুরুল ইসলাম, উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দান, ফোকাল পয়েন্ট (এপিএ) মুহাম্মদ ইব্রাহিম খলিলসহ আইন বিভাগের অর্ধ-শতাধিক শিক্ষার্থী। এসময় আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার প্রশাসন ও সংস্থাপন শাখার বিকল্প ফোকাল পয়েন্ট ড. ইব্রাহিম হোসেন।
এসময় প্রধান বক্তা ড. জহুরুল শিক্ষার্থীদের অভিযোগ দায়েরের পদ্ধতি, প্রতিকারের উপায় সহ নানাদিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ইবাংলা/জেএন/২৮ সেপ্টেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.