৮ কবি ও লেখক পাচ্ছেন সাহিত্য পুরস্কার

সাহিত্য ডেস্ক

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০২১ সালের সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ৮ কবি ও লেখক। সংগঠনের প্রতিষ্ঠাতা ফখরুল হাসান, প্রেসিডিয়াম সভাপতি ইঞ্জিনিয়ার তারেক হাসান ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি হোসনে আরা জেমী এ পুরস্কার ঘোষণা করেন।

Islami Bank

সাহিত্যে বিশেষ অবদানের জন্য শিশুসাহিত্যিক মাহমুদউল্লাহ, কবি মিনার মনসুর ও কথাসাহিত্যিক দীলতাজ রহমান পাচ্ছেন বিশেষ সম্মাননা। এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন গল্পকার ইলিয়াস ফারুকী, প্রাবন্ধিক মামুন রশীদ, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম ও কবি খান মুহাম্মদ রুমেল।

আরও পড়ুন…ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

one pherma

পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ২০২৩ সালের ২৮ জানুয়ারি জাঁকজমকভাবে করা হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ফখরুল হাসান।সংগঠনটি গত ছয় বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। তারা প্রতিবছর সম্মাননা পুরস্কার ও নগদ অর্থ প্রদান করে থাকেন।

বিগত বছরে যাদের বিভিন্ন শাখায় পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে, তারা হলেন—কাজী রোজী, ইসহাক খান, ফারুক মাহমুদ, আসলাম সানী, ফারুক নওয়াজ, বিমল কুণ্ডু, নূরুউদ্দিন জাহাঙ্গীর, আলমগীর রেজা চৌধুরী, মোজাম্মেল হক নিয়োগী, এম আর মনজু, আলম তালুকদার, অঞ্জনা সাহা, মাসুদ পথিক, কানিজ পারিজাত, প্রিন্স আশরাফ, মামুন সারওয়ার, অদ্বৈত মারুত, সাদাত হোসাইন, আহমেদ জুয়েল, সালাহ উদ্দিন মাহমুদ, অতনু তিয়াস, জ্যোৎস্নালিপি, কিঙ্কর আহসান, রনক ইকরাম, সাইফ বরকতউল্লাহ্, শাম্মী তুলতুল, ড. শাহাদাৎ হোসেন নীপু, জুলফিয়া ইসলাম ও জাহাঙ্গীর আলম জাহান।

ইবাংলা/জেএন/২৯ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us