ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র সদর দপ্তর হলরুমে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত।
এতে সভাপত্বিত করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আলমগীর কবির (পিএসসি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রংপুর রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান (বিএসপি, পিএসসি)।
তিনি তার বক্তেব্যে বলেন, ২৯ বিজিবি’র পিলখানা ঢাকায় ১৯৮০ ইং সালে যাত্রা শুরু করেন। পর্বতীতে এ ব্যাটালিয়ন জামালপুর, মারিশ্যা, কুমিল্লা, রংপুর, যামিনী পাড়া, জয়পুরহাট এবং খেদাছড়ায় দায়িত্বরত ছিল। সর্বশেষ এ ব্যাটালিয়ন খেদাছড়া হতে গত ২৫ সেপ্টেম্বর ২০১৪ তারিখে বর্তমান অবস্থান ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বভার গ্রহণ করে অদ্যবধি দায়িত্ব পালন করে আসছেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে কেক কেটে প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়। এছাড়া ২৯ বিজিবি’র আওতায় সীমান্ত ফাঁড়ীর সকল মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। পরবর্তীতে অধিনায়ক এর বিশেষ দরবার অনুষ্টিত হয়।
আরও পড়ুন…ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা সর্বোচ্চ পাঁচ বছর করার প্রস্তাব
দুপুরে ইউনিট এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সেড এ প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে রিজিয়ন সদরদপ্তর ও দিনাজপুর সেক্টর এর অন্যান কর্মকর্তা, স্থানীয় সরকারী কর্মকর্তা, বিজিবি’র পদস্ত কর্মকর্তা, সৈনিকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদকিগণ উপস্থিত ছিলেন।
ইবাংলা/জেএন/২৯ সেপ্টেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.