মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন

ইবাংলা প্রতিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৯ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে এ উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Islami Bank

আরও পড়ুন…সদ্য বিদায়ী আইজিপি অস্ত্রধারী দেহরক্ষী পাচ্ছেন

এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান কামাল, মনিরুজ্জামান মনির, সহসভাপতি জালাল উদ্দিন সেলিমসহ অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দলটির নিজস্ব কার্যালয়ে জড়ো হন জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ।

one pherma

এ সময় মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন টবলু, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, আইন বিষয়ক সম্পাদক জিদুল ইসলাম, প্রচার সম্পাদক গোলাম মোরশেদ,

কুয়ালালামপুর মহানগর সভাপতি রাশেদ মাদবর, সহসভাপতি মামুন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস, রুবেলসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন এবং তার দীর্ঘায়ু কামনা করা হয়।

ইবাংলা/জেএন/২৯ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us