নোয়াখালীতে ১২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ১২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আব্দুর লতিফ (৩৮) ফেনী জেলার গজারিয়া কান্দি গ্রামের পাঠান বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে ও অপর আসামি চট্রগ্রামের ফটিকছড়ির নানপুর কিপাত নগর গ্রামের রঞ্জিত শীলের স্ত্রী পাপড়ি শীল (৩০)।

Islami Bank

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৭নং বজরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বগাদিয়া গ্রামের নোয়াখালী টু কুমিল্লা মহাসড়করে মদিনা মসজিদের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

one pherma

আরও পড়ুন…গত ২৪ ঘণ্টায় ৫০৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২মাদক কারবারিকে গ্রেফতার করা হয। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
ইবাংলা/বায়েজীদ/৩০ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us