ধর্মীয় উৎসব ঘিরে দেশজুড়ে কড়া নিরাপত্তা

ইবাংলা ডেস্ক

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত বছরের সহিংসতার বিষয়টি মাথায় রেখেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (১ অক্টোবর) পূজার প্রথম দিন থেকে বুধবার পর্যন্ত সর্বোচ্চ সতর্কাবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, গত বছর কুমিল্লায় একটি মণ্ডপে কোরআন শরীফ রাখা নিয়ে সহিংসতার বিষয়টি মাথায় রেখে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে।

আরও পড়ুন…চট্টগ্রাম নগর আ.লীগের ওয়ার্ড ও থানা সম্মেলন

এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর তালিকা করে প্রতিটি মণ্ডপ ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক আনসার সদস্যের পাশাপাশি র‌্যাব-পুলিশের সদস্যরা টহলে থাকবেন। মাঠপর্যায়ে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, গুজব প্রতিরোধ, সিসিটিভি ক্যামেরা, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, র‌্যাবের হেলিকপ্টারসহ স্ট্রাইকিং ফোর্স ও ডগ স্কোয়াড ইউনিট প্রস্তুত থাকবে।

এ ছাড়া কোনো মহল যেন উদ্দেশ্যমূলকভাবে নাশকতা ঘটাতে না পারে এবং দেশজুড়ে অন্তত ৫০ জন যুবকের বাড়ি ছেড়ে জঙ্গি সংগঠনে জড়িয়ে যাওয়ার আশঙ্কার বিষয়টিও নিরাপত্তা বিবেচনায় রাখা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, দুর্গাপূজা ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি বা হামলার তথ্য পাওয়া যায়নি। তারপরও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে শতভাগ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইবাংলা/জেএন/৩০ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us