সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে নামে ২ বছর বয়সী সায়মা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।শনিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে দিকে উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু সায়মা আক্তার একই গ্রামের মো.হোসেনের মেয়ে।

Islami Bank

আরও পড়ুন…বাংলাদেশ-চীনের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা পুকুরে পাড়ে যায় সায়মা। পরে পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের পানিতে সায়মাকে ভাসতে দেখেন তার মা। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

one pherma

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

ইবাংলা/জেএন/০১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us