অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে কিশোরীর ধর্ষণ, চালক গ্রেফতার

ইবাংলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

Islami Bank

এর আগে ওই কিশোরীকে অ্যাম্বুলেন্স তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করা হয়।গ্রেফতার চালকের নাম জীবন মিয়া (৩২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডা মৌবাগের শাহাবুদ্দিনের ছেলে।

আরও পড়ুন…অক্টোবরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

one pherma

মামলার এজাহারে বলা হয়েছে, ওই কিশোরী তার নানির সঙ্গে সরাইল উপজেলার দেওড়া গ্রামে বসবাস করতো। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডায় এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে। গত ৩০ সেপ্টেম্বর রাতে পশ্চিম মেড্ডার মালিকের বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মেয়েটিকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যান চালক জীবন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ায় নিয়ে ধর্ষণ করেন। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি পুলিশকে জানালে স্থানীয়দের সহায়তায় পুলিশ জীবনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, এ ঘটনায় ওই দিন রাতেই থানায় মামলা করেন ওই কিশোরীর নানি। মেয়েটিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত জীবনকে শনিবার (০১ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইবাংলা/জেএন/০২ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us