গাজীপুরে ডাকাত ও দুই মাদক কারবারি গ্রেফতার

ইবাংলা প্রতিবেদন

 গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৬ ডাকাত সদস্য, দুই মাদক কারবারি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

Islami Bank

সোমবার (৩ অক্টোবর) গাছা থানাসহ মহানগরের বিভিন্ন থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। জিএমপি’র গোয়েন্দা (ডিবি) বিভাগের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন…শ্রীপুরের গোসিংগায় কাঁচাবাজার ও জনকল্যাণে নির্মিত হচ্ছে নতুন রাস্তা

one pherma

তিনি জানান, সোমবার দিবাগত রাতে মহানগরের গাছা থানা পুলিশ জয়বাংলা রোড থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো রাসেল মিয়া (৩৪), নূর আলম (৩৭), আলমগীর হোসেন (২২), আসাদ মিয়া (২৪), পাখি মিয়া (৩৩) এবং সাইফুল ইসলাম রবিন (১৬)। এসময় তাদের কাছ থেকে দুইটি ছোরা, দুইটি সুইচ গিয়ার চাকু ও দুইটি দেশি চাকুসহ উদ্ধার করা হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ খাইলকুর (জয়বাংলা) এলাকায় সড়কের ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাত দলের সদস্যরা, গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পায় গাছা থানা পুলিশ। আবু সায়েম নয়ন বলেন, ‘পরে থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৬ ডাকাতকে গ্রেফতার করে।’

এদিকে, একই রাতে মাদকবিরোধী অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে গাছা থানা পুলিশ। উভয় ঘটনায় গাছা থানায় ধৃত আইনে মামলা রুজু হয়েছে।এছাড়াও গত ২৪ ঘণ্টায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করে জিএমপি’র বিভিন্ন থানা পুলিশ।

ইবাংলা/জেএন/০৪ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us