নভেম্বরের শেষের দিকে টোকিও সফর করবেন প্রধানমন্ত্রী

ইবাংলা প্রতিনিধি

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে নভেম্বরের শেষদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিও সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে যুক্তরাষ্ট্র ও জাপান সফর শেষে দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

Islami Bank

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী মাসের শেষের দিকে জাপান সফর করবেন বলে আমরা আশা করছি। ইতোমধ্যে জাপান সরকার সেদেশে সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।

আরও পড়ুন…ভোজ্যতেলের নতুন দাম কার্যকর শুরু

গত ২৮ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারপ্রধানের জাপান সফর বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর জাপান সফরের সিদ্ধান্ত হয়।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরে টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের সফরে দু’দেশ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক বা চুক্তি করতে চাইবে।

one pherma

সফরে বাংলাদেশ আরও জাপানি বিনিয়োগ চাইবে। অন্যদিকে ইন্দো-প্যাসিফিক রূপকল্প বাস্তবায়নে তাদেরকে পাশে চাইবে বাংলাদেশ। তবে ঢাকা ইন্দো-প্যাসিফিক কৌশলে অর্থনৈতিক বা উন্নয়ন উদ্যোগের বাইরে যেতে চাইবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সর্বশেষ ২০১৯ সালে জাপান সফর করেছিলেন শেখ হাসিনা। এর আগে ২০১৪ সালে জাপান সফর করেন বঙ্গবন্ধুকন্যা।

ইবাংলা/জেএন/০৫ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us