ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৪৪ মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৬ জন। এক দিনে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬৩ জন মারা গেছেন।

Islami Bank

আরও পড়ুন…ধর্মকে ব্যবহার করে কেউ যাতে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

বুধবার (৫ অক্টোবর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ২৭০ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন।

one pherma

সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৬০১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৫৫৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৫ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৬৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৪২৭ জন।

ইবাংলা/জেএন/০৫ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us