কেবল বিদ্যুৎ নয়, রাস্তার বিভ্রাটও ঢাকা শহর

ইবাংলা ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল বিদ্যুৎ নয়, রাস্তার বিভ্রাটও ঢাকা শহরে। টঙ্গী থেকে উত্তরা পর্যন্ত আসতে চার-পাঁচ ঘণ্টা সময় লাগে। সব ক্ষেত্রে দেখবেন উন্নয়নের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে গেছে।

Islami Bank

বুধবার (৫ অক্টোবর) দুপুরে আসাদ গেটে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, সরকার এত চিৎকার-চেঁচামেচি করছে, সব সময় বলছে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। বলা হচ্ছে প্রয়োজনের তুলনায় উৎপাদন আরও বেশি হচ্ছে। গতকালকের ব্যাপারটা হচ্ছে অস্বাভাবিক ব্যাপার। হঠাৎ করে বিদ্যুৎ দেশের বেশির ভাগ এলাকায় ছিল না।

one pherma

প্রায় আট ঘণ্টা এই লোডশেডিং চলে। এর থেকে বোঝা যায় সরকার বিদ্যুৎ উৎপাদনের নাম করে বহু প্রজেক্ট করেছে, টাকা পয়সা বানিয়েছে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এ ধরনের একটা বড় রকমের দুর্যোগের মধ্যে, বিপর্যয়ের মধ্যে জাতিকে তারা ফেলে দিয়েছে।

এতে করে সমস্যা হয়েছে- নেট বন্ধ হয়ে গিয়েছে, বিদ্যুতের মাধ্যমে যেসব কলকারখানা চলে, তা বন্ধ হয়ে গিয়েছে। ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছে। সন্ধ্যার আগে যে কৃষিখেতে সেচের ব্যবস্থা করা হয়, তা বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে ও সহনীয় পরিস্থিতি জাতি অনুভব করেছে।

ইবাংলা/জেএন/০৬ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us