ভোজ্যতেলে ভ্যাট অব্যাহতির সময় বাড়ল

ইবাংলা প্রতিবেদন

ভোজ্যতেল আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফের সময় আরও বাড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এনবিআর এক আদেশ জানায়, পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফ সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

Islami Bank

আরও পড়ুন…ঘরের মাঠে মালয়েশিয়াকে ৪১ রানে গুড়িয়ে দিলো বাংলাদেশ

ভোজ্যতেলে দাম নিয়ন্ত্রণে ভোজ্যতেলে আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফ সুবিধার মেয়াদ গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়।ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ও বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে এনবিআর থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

one pherma

তথ্যমতে, বর্তমানে বছরে ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা আছে। এর মধ্যে ২ লাখ টন স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়। বাকি ১৮ লাখ টন আমদানি করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চে স্থানীয় বাজারে ভোজ্যতেলের দাম লিটারে ২০০ টাকা ছাড়িয়ে যায়। পরে এনবিআর সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে। এ ছাড়া ভোজ্যতেলের আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়।

ইবাংলা/জেএন/০৬ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us