ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষ্টি-কালচারকে আমাদের ধরে রাখতে হবে : খাদ্যমন্ত্রী

ইবাংলা প্রতিনিধি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এ দেশের অমূল্য সম্পদ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষ্টি-কালচারকে ধরে রাখতে হবে, শেকড়ের সন্ধান করতে হবে।বৃহস্পতিবার (৬ অক্টোবর) নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মজুমদার বাড়ি বারোয়ারি দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

Islami Bank

আরও পড়ুন…স্লিট যুক্ত পোশাকে ফ্যাশন শোতে প্রিয়াঙ্কা চোপড়া

খাদ্যমন্ত্রী বলেন, সরকার দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিকাশ ও পৃষ্ঠপোষকতায় নানামুখী উদ্যোগ নিয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তৃণমূল পর্যায়ের এ ধরনের আয়োজন নিজস্ব কৃষ্টির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরার তেমন সুযোগ পায় না। তাদের সুযোগ করে দিতে ১৯৭৭ সাল থেকে এ আয়োজন করা হয়, যেন তারা পথভ্রষ্ট না হয়। এ আয়োজনে পুরস্কার হিসেবে সংস্কৃতির চর্চায় ব্যবহার হয় এমন উপকরণ দেওয়া হয়।

one pherma

সাধন চন্দ্র মজুমদার বলেন, এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি যেন হারিয়ে না যায়, তার জন্য ‘ত্রিশূলে’ নামে একটি সংগঠন কাজ করছে। দেশের বাইরেও এ ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরতে ত্রিশূলের ছেলে মেয়েরা বিদেশে পারফর্ম করে সুনাম অর্জন করেছে। ত্রিশূলের উদ্যোগ বরেন্দ্র অঞ্চলে একটি ফেস্টিভাল আয়োজনের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যেখানে সারাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর দলগুলো নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে পারবে।

ইবাংলা/জেএন/০৬ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us