মা আমেনা বালিকা ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে “পুরস্কার বিতরণী অনুষ্ঠান”

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা ক্বওমী মাদ্রাসার আরবী বর্ষের প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে গত শুক্রবার পুরস্কার বিতরণ করা হয়েছে।

Islami Bank

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর মোঃ নওশের ওয়ান।

আরও পড়ুন…নিঝুমদ্বীপে পালিত হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস

one pherma

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব মোঃ আজম মন্ডল রানা, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল হক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আফজাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম।

ফুলবাড়ী মানব সেবা সংগঠনের উদ্যোক্তা মোঃ সোহাগ কিবরিয়া, সদস্য শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর। অনুষ্ঠানে মোট ১৫ জন শিক্ষার্থীকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করায় পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে কলম বিতরণ করা হয়।

ইবাংলা/জেএন/০৮ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us