ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি

জেলা প্রতিনিধি:

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পুরস্কার পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সফর শেষে ঢাকা ফেরার পথে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া যান তিনি।

Islami Bank

আরও পড়ুন…বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় কালো মাটি মিশিয়ে কয়লা হিসেবে বিক্রি

শুক্রবার রাত ৮টার দিকে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বাবা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। পরে নিক্সন চৌধুরীর বাড়িতে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের অভ্যর্থনা জানানো হয়।

one pherma

পরবর্তীতে রাত ১০টার দিকে ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ ও দৃষ্টিনন্দন মসজিদ পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিক সড়কপথে পদ্মা সেতু হয়ে ঢাকা রওনা দেন তিনি।

কঠোর নিরাপত্তার চাদরের মাঝেও রাষ্ট্রপতি আসার খবরে শিবচরের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা গভীর রাত পর্যন্ত অবস্থান নেয়। নেতা কর্মীদের হাতে ছিল প্ল্যাকার্ড ফেস্টুন। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ছিল সাজ সাজ রব। এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা নতুন রূপে সাজে। নির্মাণ করা হয় তোরণ।

ইবাংলা/জেএন/০৮ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us