পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে জোবায়দুল ইসলাম স্বপ্নীল (৯) ও জাহিদুল ইসলাম (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জোবায়দুল ইসলাম স্বপ্নীল উপজেলার মনতলী এলাকার মানিক মিয়ার ছেলে। আর জাহিদুল ইসলাম পূর্ব বামপাড়া এলাকার আবুল কালামের ছেলে। তারা দুজনে ফুফাতো-মামাতো ভাই। স্বপ্নীল ঢাকার একটি মাদ্রাসায় তৃতীয় শ্রণিতে পড়তো। জাহিদুল স্থানীয় বেল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তারা উভয়েই সাঁতার জানতো না বলে জানিয়েছে পরিবার।

আরও পড়ুন…জাতীয় নির্বাচন নিয়ে সরকার দুঃস্বপ্ন দেখছে : খসরু

মৃত জাহিদুল ইসলামের বাবা আবুল কালাম বলেন, স্বপ্নীল তার পরিবারের সঙ্গে পূজার বন্ধে ঢাকার বাসা থেকে নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে যায় জাহিদুল ও স্বপ্নীল। তারপর আর বাড়ি ফিরে আসেনি।

স্থানীয় জসীম উদ্দিন নামে এক ব্যক্তি বিকেলে পুকুরে দুই শিশুর মরদেহ পুকুরে ভেসে উঠতে দেখে পরিবারের সদস্যদের জানান। পরে তাদেরকে উদ্ধার করে নাঙ্গলকোটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঙ্গলাকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।

ইবাংলা/জেএন/০৮ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us