বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল ও বিচরণস্থল সংরক্ষণে কার্যকরি ভূমিকা রাখতে ‘সিলেট বন বিভাগে’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সিলেট সদর উপজেলা পরিষদের একটি হলরুমে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক জি এম আবু বকর সিদ্দিক।
আরও পড়ুন…জাতীয় প্রেসক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা
সভায় বক্তারা বলেন, বিশেষ করে সিলেটের মিঠা পানির হাওর-বাওর, বিল এবং জলাশয়গুলোতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন প্রজাতির পাখি বিচরণ করে থাকে। তাদের স্বাধীন বিচরণে দেশের প্রচলিত আইন থাকা স্বত্বেও দুষ্কৃতিকারী শিকারীরা পাখি শিকারসহ নানাভাবেই পরিবেশের ক্ষতি করছে।
শুধুমাত্র আলোচনা করলেই কেবল পরিযায়ী পাখি এবং তাদের আবাসস্থল রক্ষা করা সম্ভব না। আইনের প্রয়োগ কিংবা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ জরুরি ভিত্তিতে সামজিক সচেতনতাসহ আইনের যথাযথ প্রয়োগ করতে হবে সংশ্লিষ্ট বিভাগকে।
সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় জীববৈচিত্র রক্ষার পাশাপাশি পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয় এবং বিচরণে সরকারী বেসরকারী, সামাজিক এবং ব্যাক্তিগত উদ্যোগসহ নিজনিজ অবস্থান হতে আন্তরিক সহযোগিতা করা ও সচেতন হওয়া উচিৎ।
আরও পড়ুন…মুশফিকুর রহিমকে টপকে গেলেন সাকিব আল হাসান
সারিঘাট রেঞ্জ বন কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমদের পরিচালনায় অলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ বন কর্মকর্তা মো. শহিদুল্লাহ সহ সিলেট বন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও খাদিম নগর সিএমইসির সদস্যবৃন্দ।
ইবাংলা/জেএন/০৯ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.