গাছ কাটা নিয়ে তর্ক সংঘর্ষে রূপ নিল, নারীসহ আহত ১১

লিখন মুন্সী মাদারীপুর

মাদারীপুর পৌর এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে পৌর শহরের মধ্য খাগদী এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন…বরগুনার ২ উপজেলার ৫ পদে ১ কর্মকর্তা

আহতরা হলেন- নারায়ণ বালা (৩৫), মায়া বালা (২৭), মানিক বালা (৩৫), জয় বালা (১৩), রণজিত দাস (২৭), পাপ্রি দাস (২২), পানু দাস (৫০), তপন দাস (২৭), স্বপন দাস (২৫) রতন দাস (২২) এবং বাসুদেব দাস (৩৫)।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ বালা বসতবাড়ির পাশের একটি চাম্বুলগাছ কাটতে যান। এ সময় প্রতিবেশী পানু দাস ও তার ছেলেরা বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের তর্ক-বিতর্ককে কেন্দ্র করে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হন। পরে তাদের আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নারায়ণ বালা বলেন, আমার কেনা গাছ, আমি কাটতে গেলে হঠাৎ করে পানু দাস ও তার ছেলেরা আমার স্ত্রীসহ আমার পরিবারের ওপর হামলা করে। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে পানু দাসের ছেলে তপন দাস বলেন, আমরা কোনো হামলা করিনি। ওরাই আমাদের ওপর প্রথম হামলা করে। এতে আমরা বাবাসহ চার ভাই আহত হয়েছি।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা/জেএন/১১অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us