কোম্পানীগঞ্জে খাল পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশ এক অজ্ঞাত যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ৬নং চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের চাপরাশির খালের পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

Islami Bank

আরও পড়ুন…ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব:বাসায় হামলা কিশোর গ্যাংয়ের,আহত ২

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,ধারণা করা হচ্ছে লাশটি সাগরের পানিতে ভেসে এখানে এসেছে। মঙ্গলবার বিকেলের দিকে স্থানীয়তের খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার চাপরাশির খাল পাড় থেকে বিবস্ত্র এ মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ওই যুবকের কোন পরিচয় জানা যায়নি।

one pherma

ওসি তদন্ত আরো বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইবাংলা/জেএন/১১অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us