বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে ব্যর্থ হয়েছে -বাহাউদ্দিন নাছিম

নড়াইল প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। তারা কিভাবে বলে আগামী ১০ ডিসেম্বর খালেদা জিয়া দেশ চালাবে। কারাগারে থাকা সাজাপ্রাপ্ত আসামী কি করে দেশ চালাতে পাওে ? তারা বিগত সময়ের মত আগুন সন্ত্রাস, পেট্রোল বোমা, হামলা-ভাংচুর করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

Islami Bank

আরও পড়ুন…তথ্য দিতে অনীহা নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রেমানন্দের

বুধবার দুপুরে নড়াইল জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

one pherma

এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নড়াইল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি প্রমূখ। এ সময় একাধিক ইউপি চেয়ারম্যান, জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/১৩ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us