ভাইয়ের হাতে ভাই খুন

ইবাংলা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে আমজাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি চাচাত ভাইয়ের হামলায় নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।নিহত আমজাদ পৌর এলাকার খালকুলা গ্রামের হোসেন আলীর পুত্র।

Islami Bank

আরও পড়ুন…করোনায় শনাক্ত কম বেড়েছে মৃত্যু
স্থানীয়রো জানান, আমজাদ হোসেনের সাথে দীর্ঘদিন ধরে আপন চাচাত ভাই মোক্তার হোসেন, মনোয়ার হোসেন, নবীন হোসেন ও উজ্জল হোসেনের বাড়ির সীমানার জমি নিয়ে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার সকালে চাচাত ভাইয়েরা দেশীয় অস্ত্র নিয়ে আমজাদ হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকালে তিনি মারা যান।

one pherma

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অপরাধীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

ইবাংলা/জেএন/১৪ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us