উখিয়ায় ২ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

ইবাংলা ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা হলেন সাব মাঝি মৌলভী মো. ইউনুস (৪০) ও আনোয়ার হোসেন। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বালুখালী ১৩নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত দুই রোহিঙ্গা নেতা ১৩নং ক্যাম্পের বাসিন্দা।

Islami Bank

আরও পড়ুন…আমাদের সকল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সারথী আবৃত্তি একাডেমী

নিহত দুই রোহিঙ্গা হলেন, সাব মাঝি মৌলভী মো. ইউনুস (৪০) ও আনোয়ার। তারা ১৩নং ক্যাম্পের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে এসব ঘটনা ঘটছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা মাদক পাচার, অস্ত্র পাচারে বাধা হওয়ায় রোহিঙ্গা মাঝিদের টার্গেট করে তাদের খুন করছে।

one pherma

এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আরেকজন হাসপাতালে মারা গেছেন। তবে রোহিঙ্গা ক্যাম্পে আরও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ইবাংলা/জেএন/১৫ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us