নড়াইলে কলেজ এমপিও হলেও দু’শিক্ষকের পদ নিয়ে দ্ব›েদ্বর নিরসন হয়নি

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের হবখলী আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের দু’জন শিক্ষকের বিবদমান দ্ব›দ্ব চরম আকার ধারন করেছে। দীর্ঘকাল ধরে পদ নিয়ে তাদের মধ্যে নড়াইল দেওয়ানি আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি কলেজটি এমপিও ভুক্তির ঘোষনার পর তাদের মধ্যকার দ্ব›দ্ব আরোও তীব্রতর হয়েছে।

Islami Bank

ইতোমধ্যে বাংলা বিভাগের প্রভাষক মিনতি রানী হালদার অপর বাংলা শিক্ষক হীরা রানী বিশ্বাসকে এমপিও ভুক্ত না করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও মিনতি রানী হালদারের বক্তব্যে জানা যায়, তিনি ২০০৩ সালের ৫ এপ্রিল নিয়োগ পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করে চাকুরীর জন্য নির্বাচিত হন এবং বিধি মোতাবেক নিয়োগপত্র পেয়ে ৮ এপ্রিল যোগদান করেন।

আরও পড়ুন…ক্রস ফায়ারে যুবদল নেতার মৃত্যু: ৫ বছর পর স্ত্রীর মামলার আবেদন

এরপর যথারীতি কলেজে নিয়মিত পাঠদান করতে থাকেন। ২০০৭ সালে অধ্যক্ষের নির্দেশে খুলনায় উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪০ দিনের বিষয় ভিত্তিক প্রশিক্ষনে অংশ নেন। চাকুরীর সময় কলেজ উন্নয়নের জন্য অধ্যক্ষ ৭০ হাজার টাকা নেন এবং ঘোষনা দেন আর কোন টাকা দেয়া লগবে না।

অথচ পরবর্তীতে এসে আবারও ১ লাখ টাকা দাবি করেন। ওই টাকা দিতে না পারায় অধ্যক্ষ বিরূপ আচরন করতে থাকেন। এক পর্যায়ে ২০১১ সালের ২০ ডিসেম্বর খোড়া অজুহাতে অব্যহতিপত্র দিয়ে জানিয়ে দেন মিনতি তোমার চাকুরী নাই। মুলত: হীরা রানী বিশ্বাস নামে অপর বাংলা শিক্ষককে অন্যায় ভাবে চাকুরীতে বহাল রাখার উদ্দেশ্যে অব্যহতিপত্র দেন।

কারন হীরা রানী বিশ্বাসকে যে সময়ে নিয়োগ ও যোগদান দেখানো হচ্ছে ওই সময়ে তিনি ৩ বছরের অনার্স সম্পন্ন করেছেন, মাস্টার্স পাস করেন নাই। সে হিসেবে হীরা রানী বিশ্বাসের প্রভাষক পদে চাকুরীর আবেদনের যোগ্যতা-ই নাই।

one pherma

অধ্যক্ষ বুলবুল হোসেন’র এমন কারসাজিতে বাধ্য হয়ে মিনতি রানী হালদার বেআইনীভাবে অব্যহতি দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে নড়াইলের বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালতে মোকদ্দমা করেন। যার কেস নং-০৪/২০১২। মামলাটি চ্যলমান রয়েছে।

শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক অত্র কলেজ পরিদর্শন প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে হীরা রানী বিশ্বাসের নিয়োগ বিধি সম্মত নয় অর্থাৎ এমএ পাস না করা সত্বেও বে-আইনী ভাবে তাকে নিয়োগ দেয়া হয়েছে। যেহেতু নিয়োগকালীন সময়ে সকল শর্ত মেনে বিধি সম্মত ভাবে মিনতি রানী হালদার নিয়োগপ্রাপ্ত হয়েছেন,সেহেতু তিনি এমপিওভুক্ত হওয়ার দাবিদারও বটে।

আরও পড়ুন… আ’লীগ সভাপতি আবদুল মালেক উকিলের ৩৫তম মৃত্যু বার্ষিকী

মিনতি রানী হালদার ক্ষোভের সাথে বলেন অধ্যক্ষ বুলবুল হোসেন অন্যায় ভাবে তাকে অব্যহতিপত্র দিয়েছেন। তিনি প্রয়োজনে সর্বোচ্চ আদলতে যাবেন। তিনি হীরা রানী বিশ্বাসকে এমপিও ভুক্ত না করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অধ্যক্ষ বুলবুল হোসেন বলেন আদালত যার পক্ষে রায় দিবেন,তিনি চাকুরী করবেন। তাছাড়া কলেজ’র জিবি এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

ইবাংলা/জেএন/১৬ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us