ন্যায়বিচার বঞ্চিত হওয়ার আশঙ্কায় ক্রিকেটার আল-আমিন হোসেন আদালত বদলির আবেদন করেছেন। রোববার (১৬ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে তার আইনজীবী এ আবেদন করেন।
এদিন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত থেকে মামলাটি বদলির জন্য আবেদন করা হয়েছে বলে জানান আসামিপক্ষের আইনজীবী আব্দুর রহমান। এ বিষয়ে আগামী ২ নভেম্বর শুনানি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন…অথৈ লিখেছেন কিছুতেই মানতে পারছিনা আমার আব্বুর পা নেই
আদালত বদলির আবেদনে বলা হয়, এ মামলায় আদালত জবাব শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন। তবে গত ১০ অক্টোবর জাতীয় ক্রিকেট লিগের খুলনা বিভাগ বনাম ঢাকা মেট্রো বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আল-আমিন খুলনা বিভাগের হয়ে ১১ সদস্যের দলে অন্তর্ভুক্ত হওয়ার কারণে ১২ অক্টোবর আদালতে উপস্থিত হতে পারেননি।
এজন্য আসামিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। বাদীপক্ষকে আপত্তি শুনানি করার জন্য আদেশ দেন। এতে বিচারিক আদালতে মামলাটির বিচার কাজ পরিচালনা করা একান্ত আবশ্যক। অন্যথায় মামলায় আসামির অপূরণীয় ক্ষতি হবে। যে কারণে আসামির ধারণা হয়েছে, আসামি এই আদালতে ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।
এদিন একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচ দাবির মামলায় ক্রিকেটার আল-আমিন হোসেনের দেওয়া লিখিত জবাবের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য দুই সন্তান নিয়ে মামলার বাদী ইসরাত জাহান ও বিবাদী আল-আমিন আদালতে উপস্থিত হন। তবে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত থেকে মামলাটি বদলির জন্য আবেদন করা হয়েছে বলে জানান আসামিপক্ষের আইনজীবী। এজন্য দুই পক্ষ উপস্থিত হলেও শুনানি অনুষ্ঠিত হয়নি।
গত বুধবার আল-আমিনের লিখিত জবাব দাখিলের ওপর শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু আল-আমিন আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন দাখিল করেন। অন্যদিকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন ইসরাত। আদালত আল-আমিনের সময়ের আবেদন না মঞ্জুর করে এক ঘণ্টা পর শুনানি করতে বলেন আইনজীবীকে। কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় ১৬ অক্টোবর জবাব শুনানির জন্য দিন ধার্য করা হয়।
এর আগে গত ৬ অক্টোবর একই আদালতে আল-আমিন স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন বলে লিখিত জবাব দাখিল করেন। বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পাওয়ায় স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন বলে লিখিত জবাবে উল্লেখ করেন ক্রিকেটার আল-আমিন। তবে বকেয়া দেন-মোহর ও ইদ্দতকালীন ভরণপোষণ দেওয়ার বিষয়টি ৭ পাতার লিখিত জবাবে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন…রপ্তানিমুখী শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের সুপারিশ
গত ৭ সেপ্টেম্বর আদালতে আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে গ্রহণ করেন। ২৭ সেপ্টেম্বর আসামি আল-আমিন আদালতে উপস্থিত হন। এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
ইবাংলা/জেএন/১৬ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.