দেশে ২৪ ঘন্টায় ৮৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ইবাংলা ডেস্ক

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন রোগীর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫৭ জন । স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

Islami Bank

আরও পড়ুন…ঢাবির ৫৩তম সমাবর্তনে আবেদন শেষ ২৬ অক্টোবর

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫২৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ জন।

one pherma

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৬ হাজার ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৮ হাজার ৯৭০ জন, ঢাকার বাইরে ৭ হাজার ৬৮ জন। অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ২২ হাজার ৯৩৮ জন। এরমধ্যে ঢাকায় মোট ১৬ হাজার ৯০২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৬ হাজার ৩৬ জন।

ইবাংলা/জেএন/১৭ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us