২০২৩ এশিয়ান কাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষনা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। চলতি বছর এশিয়ান কাপ চায়নায় আয়োজনের কথা থাকলেও করোনা মহামারির কারনে তারা এই টুর্ণামেন্ট আয়োজনে অপারগতা প্রকাশ করে।
আরও পড়ুন…সারাদেশে করোনায় আক্রান্ত ২৮৭ মৃত্যু ৬
২০১৯ সালের জুনে বিডে জয়ী হয়ে এশিয়ান কাপ আয়োজনের স্বত্ব পেয়েছিল চায়না। চলতি বছর মে মাসে তারা কোভিডের কারনে তা বাতিল করে দেয়। ২৪ দলের এই টুর্ণামেন্ট আয়োজনের নতুন আয়োজক পেতে এএফসিকে আবারো বিডের ব্যবস্থা করতে হয়েছে।
এই বিডে কাতার ছাড়াও দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া অংশ নেয়।আগামী বছর ১৬ জুন তেকে ১৬ জুলাই পর্যন্ত চায়নার ১০টি শহরে এই টুর্ণামেন্ট আয়োজনের কথা ছিল। প্রতি চার বছর অন্তত এশিয়ান কাপ আয়োজিত হয়ে থাকে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ আসরে কাতার চ্যাম্পিয়ন হয়েছিল। এশিয়ান কাপ আয়োজনের মাধ্যমে নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপের পর আবারো ফুটবলের একটি বড় আয়োজন নিয়ে মেতে উঠবে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার।
ইবাংলা/জেএন/১৮ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.