শেখ হাসিনা সরকার না থাকলে প্রথম রাতেই কমপক্ষে ৩ লাখ আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার শিকার হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহাবুদ্দিন ফরাজী। বুধবার (১৯ অক্টোবর) মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শাহাবুদ্দিন ফরাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি না থাকে তাহলে অবস্থাটা কী হবে একটু ভেবে দেখেন। আবারও যদি রাজাকারের দল ক্ষমতায় আসে তাহলে প্রথম রাতেই কমপক্ষে আওয়ামী লীগের ৩ লাখ নেতাকর্মী মারা যাবে। কাজেই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বাদ দিতে হবে।
আরও পড়ুন…ভারতকে হারিয়ে পাকিস্তান কঠিন প্রতিশোধ নেবে
তিনি বলেন, নেতাকর্মীরা যদি এক ও অভিন্ন থাকে তাহলে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নাই যারা আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম বলেন, আওয়ামী লীগকে পরাস্ত করবে এমন কোন রাজনৈতিক দল কিংবা এমন কোন শক্তি বাংলাদেশে নেই। তাই আমাদের রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে ও শান্তিতে থাকে। আওয়ামী লীগ বটগাছের মতো দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে ছাঁয়া দিচ্ছে।
ইবাংলা/জেএন/১৯ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.