নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সংবর্ধনা দিয়েছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনরা। বুধবার (১৯ অক্টোবর) মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে সাবিনার সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন হাইকমিশনারের সহধর্মিণী মিসেস নাওমী নাহরিন, প্রথম সচিব মো: সোহেল পারভেজ, তার সহধর্মিণী রোমানা রাজিয়া সিদ্দিকী, দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া, হাইকমিশনের সকল কর্মচারীবৃন্দ ও প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ।
আরও পড়ুন…হলের বারান্দা থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
সাবিনার সংবর্ধনা অনুষ্ঠানে আরও দু’জন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন। তারা হলেন মাতসুসিমা সুমাইয়া, বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার, যিনি সাবিনা খাতুনের সাথে মালদ্বীপে একই ক্লাবে ফুটবল খেলেন। অপরজন ফাতেমা তুজ জোহরা, মালদ্বীপ ক্রিকেট দলের বাংলাদেশি কোচ হিসেবে কাজ করছেন।
অনুষ্ঠানের শুরুতেই মালদ্বীপে ক্রিকেট কোচিং-এর উপর অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন ফাতেমা তুজ জোহরা। মাতসুসিমা সুমাইয়াও মালদ্বীপ এবং বাংলাদেশের ফুটবলের অভিজ্ঞতা সম্পর্কে তার অনুভূতি তুলে ধরেন। এরপর হাইকমিশনের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের গৌরবকে স্মরণীয় করে রাখতে হাইকমিশনার নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও অন্য অতিথিদের নিয়ে একটি কেক কাটেন।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানের মূল আকর্ষণ বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সাফ চ্যাম্পিয়নশিপ জয় এবং সংবর্ধনা অনুস্ঠান নিয়ে নিজের অনুভূতির কথা জানান। সবার শেষে হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ তার সমাপনি বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে খেলাধুলার অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে সাবিনা খাতুন ও তার উত্তরসূরীরা আরও বড় টুর্নামেন্ট, এমনকি বিশ্বকাপও জিততে পারে।’
ইবাংলা/জেএন/১৯ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.