পরিবহন ধর্মঘটের বিষয়ে আমরা কিছু জানি না : বিআরটিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দেশের কোথাও গাড়ি বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানি না। কেউ আমাদের কাছে কোনো দাবি-দাওয়াও জানায়নি। মালিক শ্রমিকরা আমাদের বলে ধর্মঘট করে না। শুক্রবার (২১ অক্টোবর) সকালে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান কর্যালয়ে এসব কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

Islami Bank

আরও পড়ুন…ঢাকা রাজধানীর বাজার থেকে চিনি ‘উধাও’

কিছু রাজনৈতিক দল যেখানেই সমাবেশ করে, সেখানেই গাড়ি বন্ধ করে দেওয়া হয়। এতে জনসাধারণ ভোগান্তিতে পড়ছে, জিম্মি হচ্ছে। বিআরটিএ কি কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অন্য এক প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ মজুমদার বলেন, আইন সবাইকে মেনে চলতে হবে। ১৭ কোটি মানুষের জন্য আমাদের এনফোর্সমেন্টে অত জনবল নেই। আমরা প্রত্যেকে যদি আইন মেনে চলি তাহলে এখানে আর এনফোর্সমেন্টের প্রয়োজন হয় না। এরপরেও এনফোর্সমেন্টের প্রয়োজন রয়েছে, যারা আইন না মানে তাদের শাস্তি দেওয়ার জন্য। আমাদের বিআরটিএর ম্যাজিস্ট্রেট সপ্তাহে ছয় দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে। এর বাইরে জেলা প্রশাসকরাও করে। পুলিশ সদস্যাও কিন্তু রাস্তাঘাটে ব্যবস্থা নিচ্ছে।

one pherma

প্রায়ই দেখা যায়, বিরোধীদলীয় রাজনৈতিক দলগুলো যেখানেই সমাবেশ করে, সেখানেই গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন…যমুনার বুকে দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু, ৪৬ ভাগ কাজ সম্পন্ন

বিআরটিএ কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে কিনা— জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, গণপরিবহন বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানা নেই। কেউ আমাদের কাছে কোনো দাবি-দাওয়াও জানায়নি। এছাড়া পরিবহনের মালিক-শ্রমিকরা আমাদের জানিয়ে ধর্মঘট করে না।

ইবাংলা/জেএন/২১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us