অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে

ডেস্ক রিপোর্ট

খুলনায় সমাবেশকে কেন্দ্র করে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ অক্টোবর) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

Islami Bank

মির্জা ফখরুল বলেন, খুলনার পথে পথে আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র যে বাসায় অবস্থান করছেন, সেখানে ২৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন…বাসের পর খুলনায় এবার লঞ্চ চলাচল বন্ধ

গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, আমরা খবর নিয়েছি—খুলনায় সমাবেশে অংশগ্রহণ করতে আসা লোকদেরকে পথে দেখামাত্র গ্রেফতার করতে নির্দেশ দিয়েছে সরকার। গতকাল আওয়ামী লীগের নেতাকর্মীরা রামদা, লাঠিসোঁটা নিয়ে শোডাউন করেছে। তারা সন্ত্রাসের চেষ্টা করছে।

one pherma

সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই আমাদের সভা-সমাবেশ করতে দিতে চায় না বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। বিএনপি মহাসচিব বলেন, গণপরিবহন বন্ধ করে দিয়ে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে সরকার। তারা পরিকল্পিতভাবে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

প্রসঙ্গত, শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিভাগীয় সমাবেশ করার কথা রয়েছে বিএনপির।

ইবাংলা/জেএন/২১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us