সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবীতে নোয়াখালীতে গণঅনশন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে উপজেলার চৌমুহনীর পাবলিক হল চত্বরে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সনাতন ধর্মের সংঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

Islami Bank

আরও পড়ুন…দোকানে মাল কিনতে ঢুকে দেখল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

নোয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিনয় কিশোর রায়ের সভাপতিত্বে গণঅনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. নিম চন্দ্র ভৌমিক।

one pherma

বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট পাপ্পু সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট কিশোর শীল প্রমূখ।

কর্মসূচিতে জেলা উপজেলা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং গণ-সংগীত পরিবেশন করা হয়।

ইবাংলা/জেএন/২২ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us