নড়াইলে খুলনা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,সুধীসমাজ ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। রোববার (২৩ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান।

Islami Bank

আরও পড়ুন…মধুপুরে ডিপ্লোমা কৃষিবিদ দিবস উদ্যাপন

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল-মামুন,সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার।

one pherma

নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান,জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপ ঘোষ,লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, অ্যাডভোকেট নজরুল ইসলাম,আ’লীগ নেতা মলয় কুন্ডু, সুলতান গবেষক শেখ আবু হানিফ প্রমুখ।

ইবাংলা/জেএন/২৩ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us