পিরোজপুরে এক ঘন্টার জন্য পুলিশ সুপারের প্রতিকী দায়িত্ব দেয়া হয়েছিল স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে। রবিবার (২৩ অক্টোবর) পুলিশ অফিস সম্মেলন কক্ষে এনসিটিএফ এর উদ্যোগে গার্লস টেকওভার বা পুলিশ সুপারের প্রতিকী দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, পিরোজপুর।
পুলিশ সুপার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মালিহা তানজীমকে এক ঘন্টার জন্য পুলিশ সুপারের প্রতিকী দায়িত্ব অর্পণ করেন। এ সময় প্রতিকী পুলিশ সুপার পিরোজপুর জেলা পুলিশকে নারী-শিশু বান্ধব মডেল জেলা করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
আরও পড়ুন…নোয়াখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পিরোজপুর জেলা নারী ও শিশু বান্ধব রাখতে জেলা পুলিশ, পিরোজপুর বদ্ধপরিকর। তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন।
বিট পুলিশিং সভা, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু হেল্প ডেস্ক সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, যা আজকের প্রতিকী পুলিশ সুপারও প্রস্তাবনা দিয়েছেন। তিনি শিশু কিশোরদের এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান।
আরও পড়ুন…নোয়াখালীতে নিম্নাঞ্চল প্লাবিত,আশ্রয়ণ কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা,(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- সহ প্রমূখ।
ইবাংলা/জেএন/২৪ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.