৬ ঘণ্টা ধরে হালনাগাদ তথ্য দিতে পারছে না আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

টানা ছয় ঘণ্টা ধরে আবহাওয়ার হালনাগাদ তথ্য জানাতে পারছে না বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ১১টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহফুজুর রহমান।

Islami Bank

আরও পড়ুন…সিত্রাং: নোয়াখালীত ১লাখ ৬ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

তিনি জানান, সিত্রাংয়ের প্রভাবে টানা বর্ষণে গেটসহ আবহাওয়া অফিসের কিছু অংশ নিমজ্জিত হয়ে পড়েছে। এছাড়াও বিকেল থেকে বিদ্যুৎ না থাকায় আবহাওয়ার হালনাগাদ তথ্য নিজেরাও জানতে পারছেন না। এজন্য তিনি বাংলাদেশ সরকারের আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট (www.bmd.gov.bd.com) এবং www.windy.com ভিজিট করার অনুরোধ করেন।

one pherma

অন্যদিকে রাত ৮টার দিকে বরিশালে বর্ষণ থেমে গেছে। তবে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। টানা বর্ষণে আর কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় নগরীর রাস্তাঘাট তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান প্রকৌশলী মো. মাসুম জানিয়েছেন, বিভাগের সবগুলো নদীর পানি বিপৎসীমার ওপরে। এতে তলিয়ে গেছে উপকূল।

ইবাংলা/জেএন/২৪ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us