টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ডাচদের রানের লাগাম টেনে রেখে মুগ্ধতা ছড়িয়েছেন টাইগার বোলাররা। বিশেষ করে দলের পেস বোলাররা গুরুত্বপূর্ণ সব উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়েছেন। টাইগার বোলারদের এমন বোলিংয়ের প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার।
আরও পড়ুন…রাজধানীর সড়কে জলবদ্ধতায় যানচলাচলে বিঘ্ন
একই মাঠে তার দলেরও খেলা থাকাতে সোমবার মাঠে বসেই টাইগারদের ম্যাচ দেখেছেন বাউচার। বৃষ্টিতে জয়ের কাছাকাছি গিয়েও ২ পয়েন্ট পাওয়া হয়নি প্রোটিয়াদের। এমন হতাশার মধ্যেও সংবাদ সম্মেলনে বাংলাদেশের বোলারদের প্রশংসা করতে ভোলেননি বাউচার।
বাউচার বলেন, ‘আপনি যে কয়টি ম্যাচ খেলবেন, জয়ের চেষ্টাই করবেন। বাংলাদেশের ম্যাচ কিছুটা দেখেছি। তারা ভালো শুরু করেছিল। মাঝে (ব্যাটিংয়ে) কিছুটা ধাক্কা খায়। পরে তাদের বোলিং বেশ ভালো হয়েছে।’
মূল পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। আর ম্যাচের আগে নিজেদের শক্তিমত্তা সম্পর্কে বাউচার জানালেন, তাদের মানসম্পন্ন ব্যাটার-বোলার আছে। নিজেদের দিনে এক দুইজন খেলোয়াড়ই তাদের জেতাতে পারবে বলে মনে করেন সাবেক আফ্রিকান অধিনায়ক।
বাউচার আরও বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে এক-দুইজন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যান ও বোলার আছে। এরাই আমাদের সামনে (জয়ের) ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে। আমি নিশ্চিত বাংলাদেশও এমনটাই ভাবছে এখন।’
ইবাংলা/জেএন/২৫ অক্টোবর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.