সিত্রাংয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা দিলেন সেতুমন্ত্রীর ভাগনে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্থ বিশটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংককার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত।

Islami Bank

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার চরফকিরা ও চরএলাহী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে তিনি এই অর্থ সহায়তা প্রদান করেন।

আরও পড়ুন…শীতের আমেজ শুরু, ত্বকের সৌন্দর্য ধরে রাখতে পূর্বপ্রস্তুতি

one pherma

ফখরুল ইসলাম রাহাত বলেন,ঘর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে এ সহায়তা দিয়েছেন। এছাড়াও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারকে সহায়তা প্রদান করা হবে। এ নিয়ে সেতুমন্ত্রী উপজেলা ও জেলা প্রশাসন কে নির্দেশনা দিয়েছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিম রিমন,চরএলাহী ইউনিয়ন পরিদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, যুবলীগ নেতা মোহাম্মদ বেলাল প্রমূখ।

ইবাংলা/জেএন/২৫ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us