ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ইবাংলা ডেস্ক

স্বাস্থ্য পরামর্শক জাহাঙ্গীর কবির অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং অবৈধভাবে ওষুধ আমদানি করায় স্বাস্থ্য পরামর্শক জাহাঙ্গীর কবিরের দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Islami Bank

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর আফতাবনগরে জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন…বাংলাদেশকে জ্বালানি সংকটে জরুরি সহায়তা দিতে প্রস্তুত থাকবে না চীন

অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আবদুল জব্বার মণ্ডল গণমাধ্যমকে বলেন, ঘিয়ের উৎপাদনের তারিখ, মেয়াদ ছিল না। তারা অন্য প্রতিষ্ঠানের নামে এসব ঘি বোতলজাত করেছেন।

one pherma

কেমিক্যালমুক্ত কোনো কাগজ দেখাতে পারেননি। এ ছাড়া আমদানিকৃত পণ্যের গায়ে নিজেদের স্টিকার ব্যবহার করছে এ প্রতিষ্ঠানটি।

তিনি আরও বলেন, অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান আল্টিমেট অর্গানিক লাইফকে এবং আমদানিকারক প্রতিষ্ঠান ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনাল।

সাড়ে ৩ লাখ টাকা এবং অবৈধভাবে ওষুধ আমদানি করে সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ইবাংলা/জেএন/২৬ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us