বাংলাদেশকে ২০৬ রানের লক্ষ্য দিল দ. আফ্রিকা

ক্রীড়াঙ্গন ডেস্ক

টসে জিততে পারেনি বাংলাদেশ। বল হাতে নিয়ে প্রথম ওভারেই অধিনায়ক বাভুমাকে ফেরান তাসকিন। হাতে পাওয়া ওই মোমেন্টাম ইনিংসের তৃতীয় ওভারেই হাতছাড়া করেন ডানহাতি পেসার। পরপর নো বল দিয়ে ডি ককদের হাত খোলার সুযোগ করে দেন। ঝড় দেখানো রুশোর দুর্দান্ত সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২০৬ রান।

Islami Bank

আরও পড়ুন…নড়াইলে শিক্ষক দিবস পালন

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারে তাসকিন আহমেদের হাত ধরে শুরুটা ভালোই হয় দলের। সে ওভারে ২ রান খরচায় টেম্বা বাভুমাকে বিদায় করেন তিনি।

বাভুমা শুরু থেকেই খানিকটা নড়বড়ে ছিলেন। ইনিংসের ষষ্ঠ বলে তাকে বিদায় করেন তাসকিন। তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। প্রোটিয়া অধিনায়কের সেই ক্যাচটা ধরতে তেমন সমস্যাই হয়নি নুরুল হাসানের। দলীয় ২ রানেই প্রথম উইকেট খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকা।

সেটাই শেষ, পরের ১৩ ওভারে বাংলাদেশ আর কোনো সাফল্য পায়নি। কুইন্টন ডি কক আর রাইলি রুশো মিলে গড়েছেন ১৬৩ রানের বিশাল এক জুটি। সেই জুটি ভাঙার তাড়নায় দুটো রিভিউই ইনিংসের সপ্তম ওভারে খুইয়ে বসে সাকিব আল হাসানের দল।

one pherma

আরও পড়ুন…ইবির ‘ডি’ ইউনিটে ৯ আসন খালি

সেই জুটিটা অবশেষে ভাঙল ইনিংসের ১৫তম ওভারে। আফিফ হোসেনের বলে ফিরলেন ফেরেন কুইন্টন ডি কক। এরপরই বাংলাদেশ যেন ফিরল ম্যাচে। শেষ পাঁচ ওভারে দিল ২৯ রান তুলে নিল ৩ উইকেট। মাঝে অবশ্য রাইলি রুশো ৫২ বল খেলে পেয়ে গেছেন তিন অঙ্কের দেখা।

তার বিদায়ের পর আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি। ফলে শেষ দিকে এসে আর ঝড় তোলা হয়নি দক্ষিণ আফ্রিকার। তাদের ইনিংস শেষমেশ থামে পাঁচ উইকেট খুইয়ে ২০৫ রানে।

ইবাংলা/জেএন/২৭ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us