ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৮৯৯

নিজস্ব প্রতিনিধি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৯ জন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Islami Bank

আরও পড়ুন…জাতীয় প্রেস ক্লাবের আওয়ামী সাংবাদিক ফোরাম দ্বিধা বিভক্তি!

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯১ জন এবং ঢাকার বাইরে ৪০৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৪৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎস নিচ্ছেন।

one pherma

চলতি বছরে এখন পর্যন্ত ৩৪ হাজার ৮২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১ হাজার ২১৯ জন। মারা গেছেন ১২৩ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

ইবাংলা/জেএন/২৭ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us