৫০ বস্তা বর্জ্য কুড়ালো ইবির গ্রীন ভয়েস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েস পলিথিন মুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। এসময় ক্যাম্পাসের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৫০ বস্তা বর্জ্য সংগ্রহ করে তারা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে তারা এই কর্মসূচি শুরু করে।

Islami Bank

আরও পড়ুন…‘নবীজীর আদর্শেই মানবতার মুক্তি’

জানা গেছে, সংগঠনটির সভাপতি মোখলেছুর রহমান সুইটের নেতৃত্বে বিভিন্ন দলে বিভক্ত হয়ে সংগঠনটির প্রায় ৫০জন সদস্য পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নেন। প্রায় ৪ ঘণ্টা ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে তারা ৫০ বস্তা বর্জ্য সংগ্রহ করেন।

one pherma

সভাপতি মোখলেছুর রহমান সুইট বলেন, আমরা চাই ক্লিন ক্যাম্পাস ও গ্রীন ক্যাম্পাস। সে লক্ষ্যেই আজকের পলিথিন মুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান।

আমাদের লক্ষ্য হচ্ছে সচেতনতা তৈরি করা। আমরা কাজ করতে গিয়ে দেখেছি ক্যাম্পাসে ময়লার ভাগাড় ও পর্যাপ্ত ডাস্টবিনের সংকট রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানাচ্ছি।

ইবাংলা/জেএন/২৭ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us