আফগানদের স্বপ্ন ভেস্তে গেলো! দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত

ক্রীড়াঙ্গন ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠেই নামতে পারেনি আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচেও হলো একই পরিণতি। কিন্তু বৃষ্টিতে তাদের সেই স্বপ্ন ভেস্তে যায়। ম্যাচ তো দূর অস্ত! মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দিনের প্রথম খেলায় মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের।

Islami Bank

আরও পড়ুন…‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বিশ্ব কিছুই করেনি’

তবে ম্যাচ শুরুর আগে থেকেই মেলবোর্নে ছিল বৃষ্টির আধিপত্য। সকাল থেকে বৃষ্টি হয়েছে থেমে থেমে। সেটা চলেছে ম্যাচের জন্য নির্ধারিত সময়েও।

one pherma

বৃষ্টি থামলে মাঠ পরিদর্শনও চলেছে পাল্লা দিয়ে। তবে শেষমেশ আর খেলা গড়ানোর মতো উপযুক্ত হয়নি মাঠটি। ফলে শেষমেশ ম্যাচটা বাতিলই করে দিতে বাধ্য হন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

আফগানরা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। প্রথম ম্যাচটিও খেলতে পারেননি রশিদ খানরা! নিউজিল্যান্ডের বিপক্ষে সে ম্যাচটি বাতিল হয় একই কারণে। সে ম্যাচেও টস সম্ভব হয়নি বৃষ্টির দৌরাত্ম্যে। সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচও একই পরিণতির শিকার হলো আফগানিস্তান।

ইবাংলা/জেএন/২৮ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us