নড়াইলে আইডিইবি’র আলোচনা সভা

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল:

আইডিইবি (ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ) এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আইডিইবি নড়াইল জেলা কার্যালয়ে আলোচনা সভা হয়েছে।

শনিবার (২৯অক্টোবর) সন্ধ্যায় আইডিইবি নড়াইল জেলা শাখা’র সভাপতি মোঃ জাহাঙ্গীর কবীর’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিএম রমিচ উর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবি কেন্দ্রিয় কমিটি’র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন।

প্রধান বক্তা ছিলেন আইডিইবি কেন্দ্রিয় কমিটি’র শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইদরীস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবি কেন্দ্রিয় নেতা মোঃ রুহুল আমিন হাওলাদার, মোহাম্মদ দস্তগীর, আইডিইবি যশোর’র সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম,গাজীপুর’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল জেলা আইডিইবি’র নেতা নড়াইল টিটিসি’র অধ্যক্ষ প্রকৌ: শামিম আহমেদ ,সেলিম রেজা, সুকুমার বিশ্বাস,জাহিদুর রহমান, আমিনুল হাসান মিঠু, প্রশান্ত কুমার বিশ্বাস, স্বপন কুমার বিশ্বাস,আশিক এলাহি প্রমুখ।

ইবাংলা/জেএন/৩০ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us