নড়াইলে সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ ও ডে ক্যাম্প অনুষ্ঠিত

 নড়াইল প্রতিনিধিঃ

বাংলাদেশ স্কাউটস নড়াইল জেলা রোভার’র ব্যবস্থাপনায় নড়াইল সরকারি মহিলা কলেজে সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ ও ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপের উদ্বোধন করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম। পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নড়াইল সরকারি মহিলা কলেজ’র অধ্যক্ষ প্রফেসর শাহানারা বেগম।

Islami Bank

আরও পড়ুন…এবার বরিশালে বিএনপির সমাবেশের দিন থ্রি-হুইলার বন্ধের ঘোষণা

সম্মানিত অতিথি বিভাগীয় রোভার নেতা বিশিষ্ট স্কাউটার প্রফেসর মোঃ শহিদুল ইসলাম (এল.টি) এর সার্বিক দিক নির্দেশনায় ওয়ার্কশপ সম্পন্ন হয়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা রোভার’র সম্পাদক কাজী ওবায়দুল্লাহ, যুগ্ম সম্পাদক বাবলু কুমার মহলদার, কোষাধ্যক্ষ মো: আবু সাঈদ।

one pherma

সাবেক সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস জেলা রোভার নেতা মোঃ আব্দুল মান্নান, জেলা রোভার নেতা প্রতিনিধি মোঃ এহসানুল হক, আরএসএল হুমায়ুন কবীর রিন্টু সহ বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার নেতা এবং ৪০ জন রোভার।

ইবাংলা/জেএন/৩১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us