ভারতে ঝুলন্ত সেতু ভেঙে নিহত বেড়ে ১৩২

ডেস্ক রিপোর্ট

ভারতের গুজরাটে মোরবি জেলার মাচ্চু নদীতে ঝুলন্ত সেতু ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অনেকে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার সকালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Islami Bank

এর আগে গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুজরাটের মোরবি জেলার মাচ্চু নদীতে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক ওই ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। দুর্ঘটনার পর রাতেই ৯১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল এনডিটিভি।

আরও পড়ুন…নোয়াখালীতে দেশীয় অস্ত্র উদ্ধার

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মরবি শহরের ওই ব্রিজটির ওপর চার শতাধিক মানুষ ছিলেন। তাদের নিয়েই ব্রিজটি ভেঙে পড়ে। সংস্কারের পর ব্রিজটি চলাচলের জন্য খুলে দেয়ার চারদিনের মাথায় এ দুর্ঘটনা ঘটল। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। আশপাশের জেলাগুলো থেকেও উদ্ধারকারী দল এসে কাজে যোগ দিচ্ছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দুই লাখ রুপি ও প্রত্যেক আহত ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এনডিটিভি বলছে, সেতুটি মেরামতের পর চারদিন আগে গত ২৬ অক্টোবর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। কিন্তু এক্ষেত্রে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি বা এর ফিটনেস সনদ নেয়া হয়নি। স্থানীয় মিনিউসিপ্যাল প্রধান এনডিটিভিকে এ কথা জানিয়েছেন।

one pherma

অরেভা নামের একটি প্রাইভেট ট্রাস্ট প্রতিষ্ঠান সরকারি টেন্ডারের মাধ্যমে সেতুটি মেরামতের কাজ পায়। সেতুটি মেরামত শুরুর পর থেকে সাত মাস বন্ধ ছিল। গত ২৬ অক্টোবর সেতুটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়।

আরও পড়ুন…শপিং ব্যাগে মিলল ২০৫০ পিস ইয়াবা, গ্রেফতার ১

গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মেরজা বলেন,দুর্ঘটনাটি কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ২৩০ মিটার দীর্ঘ সেতুটি উপনিবেশিক আমলের। ১৯ শতকে ভারতে ব্রিটিশ শাসনামলে এটি তৈরি করা হয়েছিল।

ইবাংলা/জেএন/৩১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us