গাজীপুরে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

এস এম জহিরুল ইসলাম গাজীপুরঃ

গাজীপুর সদর উপজেলার আব্দুল জলিল (৩৫) হত্যার সাথে জড়িতদেড় ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা সাড়ে এগারোটায় গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে নিহত আব্দুল জলিল এর স্ত্রী ও দুই ছেলে সহ এলাকার গন্য মান্য লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন…আবহাওয়া পরির্বতনের সঙ্গে অ্যালার্জি, সুস্থ থাকার উপায় কি?

অভিযুক্ত আসামিরা হলেন, নলজানি এলাকার মৃত ইমান আলীর ছেলে সিদ্দিক মিয়া ও ইদ্রিছ আলী, সিদ্দিক মিয়ার স্ত্রী রিনা বেগম ও মৃত নিজাম উদ্দীনের ছেলে বাদল মিয়া।

গত ২৮ অক্টোবর মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে জলিলের উপর পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত আসামিরা এলোপাথাড়ি হামলা চালায়, বেধড়ক মারধর করায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে জয়দেবপুর থানায় জলিলের ছেলে ফরহাদ রেজা বাদী হয়ে ২৯ অক্টোবর (মামলা -২১) দায়ের করেন।

মানববন্ধনে অবিলম্বে জলিল হত্যায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মাহতাব উদ্দিন জানান, হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। শীঘ্রই আসামিদের গ্রেফতার করা হবে।

ইবাংলা/জেএন/৩১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us