ভ্যান চালককে পিটিয়ে রক্তাক্ত জখম

রিন্টু মুন্সী , নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় প্রতিবেশিদের পরিকল্পিত হামলায় ভ্যান চালক আক্কাছ বিশ্বাস (৫৫) গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন। আহত আক্কাছ বিশ্বাস লাহুড়িয়া ব্যবসায়ী পাড়ার মৃত খালেক বিশ্বাসের ছেলে। সোমবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে লাহুড়িয়া মাছ বাজারে তিনি হামলার শিকার হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছেন।

Islami Bank

আরও পড়ুন…নামকরণ নিয়ে দলের নেতাদের ‘অসংলগ্ন’ ব্যাখ্যা

আহত আক্কাছ বিশ্বাসের ছেলে কারিমুল বিশ্বাস জানান,পূর্ব শত্রতার জের ধরে প্রতিবেশি রিজাউল এর নেতৃত্বে তার চার ছেলে নাজমুল(৩৫),আজিজুল (৩০), মিরাজ (২৫) ও ফজর (২২) সোমবার (৭নভেম্বর) সকালে লাহুড়িয়া মাছ বাজারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করেন।

one pherma

এ সময় মাদকাসক্ত সন্ত্রাসীদের ভয়ে গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। মারপিটে আক্কাছ জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা বীরদর্পে এলাকা ত্যাগ করে। তারা সরে যাওয়ার পর স্থানীয়রা ভ্যান চালক আক্কাছকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

মারাতœক আহত আক্কাছ নড়াইল সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। লোহাগড়া থানার ওসি নাসির জানান, এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

ইবাংলা/জেএন/৮ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us