বিশ্বকাপে ফ্যান পাসের জন্য ১০ হাজার ফরাসি সমর্থক রেজিস্ট্রশন সম্পন্ন করেছে এবং ফ্রান্স কাতারের এই টুর্নামেন্ট বয়কট করছে না। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নিযুক্ত ফ্রান্সের রাস্ট্রদূত একথা জানিয়েছেন। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রাস্ট্রদূত জেন -ব্যপটিস্ট ফেভরে আরো বলেছেন, ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নিরাপত্তায় সহায়তা করবে ৩০০ ফরাসি পুলিশ ও আধাসামরিক বাহিনী।
টুর্নামেন্ট আয়োজনের পথে মানবাধিকার রেকর্ড নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে কাতার। প্যারিসসহ ফ্রান্সের বেশ কয়েকটি শহরের পক্ষ থেকে বলা হয়েছে টুর্নামেন্টের খেলাগুলো কোন জায়ান্ট স্ক্রিনে দেখাবে না তারা। অবশ্য সচরাচর বড় কোন টুর্নামেন্টের খেলা দেখানো হয়।
আরও পড়ুন…বাংলাদেশের বিরোধী দলগুলো যেন নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে পারে : যুক্তরাষ্ট্র
অভিবাসী কর্মীদের মানবাধিকার এবং নারী অধিকারসহ বিভিন্ন ইস্যুতে কাতার বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে ইউরোপীয়রা। এদের মধ্যে ফ্রান্সের সাবেক আন্তর্জাতিক তারকা এরিক ক্যান্টোনাও আছেন।
ফেভরে আল কাস স্পোর্টসকে বলেন, ওই আন্দোলন ‘সরকারের অবস্থানে কোন প্রভাব ফেলবে না। ফ্রান্স বিশ্বকাপ বয়কট করবে না।’ তার মতে ‘আর্থিক ব্যয়’ এবং ঠান্ডা আবহাওয়ার কারণে ফ্রান্সের শহরগুলো ফ্যান জোন স্থাপন ও বড় স্ক্রিনে খেলা দেখানো থেকে বিরত থাকছে।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপের মোট ৩.১ মিলিয়ন টিকিট ক্রয় করা শীর্ষ ১০টি দেশের মধ্যে উপরের সারিতে রয়েছে ফ্রান্স। আর রাস্ট্রদূত বলেছে কাতারে প্রবেশের জন্য গুরুত্বপুর্ন হায়া কার্ড লাভের জন্য রেজিস্ট্রেশন করেছে ১০ হাজার ফরাসি ভক্ত।
টুর্নামেন্ট চলাকালে এক মিলিয়নেরও বেশী লোক কাতার ভ্রমন করবে বলে আশা করা হচ্ছে। বিশ্বকাপ চলাকালে বিশ্বের যে ১৫টি দেশ কাতারের নিরাপত্তায় সহায়তা করতে যাচ্ছে তাদের একটি ফ্রান্স। এছাড়া কাতারের নিরাপত্তা জোরদারের জন্য হাজার হাজার পুলিশ পাঠাচ্ছে তুরস্ক, পাকিস্তান ও মরক্কো।
ইবাংলা/জেএন/৮ নভেম্বর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.