ইবিতে ট্যুরিজম বিভাগে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বিভাগের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল, সহকারী অধ্যাপক জেসমিন আক্তার, প্রভাষক ইয়ামিন মাসুম, নাসির মিয়া প্রমুখ। এসময় বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আন্ত সেশন ফুটবল, বিতর্ক ও পিলোপাসিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, প্রত্যেকের ভেতরেই একটি শিশু থাকে। বয়স বৃদ্ধির সাথে সাথে অনেকের ভেতরের সেই শিশুর মৃত্যু ঘটে। নাচ, গান খেলা ধুলার চর্চা সেই সুপ্ত শিশুর বেঁচে থাকার বহিঃপ্রকাশ।

সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে সকলের সাংস্কৃতির চর্চা অব্যাহত রাখা উচিৎ। অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ইবাংলা/জেএন/১২নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us